ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বোলসোনারোর স্ত্রী ও দুই মেয়ে করোনা নেগেটিভ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৪, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বোলসোনারোর স্ত্রী ও দুই মেয়ে করোনা নেগেটিভ

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো করোনা আক্রান্ত হয়েছেন। সে কারণে শনিবার (১১ জুলাই) তার স্ত্রী মিশেল বোলসোনারো ও দুই মেয়ের করোনা টেস্ট করানো হয়। তবে তারা করোনা আক্রান্ত নন। তাদের ফল এসেছে নেগেটিভ। খবর আল জাজিরার।

গেল সপ্তাহে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে দুইবার টেস্ট করান বোলসোনারো। তবে ধরা পড়েনি। কিন্তু মঙ্গলবার তিনি করোনা পজিটিভ হন। সেদিন থেকেই কোয়ারেন্টাইনে আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সেবন করছেন ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন।

মিশেল বোলসোনারোর দাদী গেল সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সঙ্গে সঙ্গে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়।

এদিকে করোনাভাইরাসে সবচেয়ে বেশি নাকাল হওয়া দেশের মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ হাজার ৪৯২ জন। সেরে উঠেছে ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন। চিকিৎসাধীন রয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৮০৮ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়