ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্কিন নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ডে আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মার্কিন নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ডে আহত ২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যান ডিয়েগোর নৌঘাঁটিতে নোঙর করা একটি জাহাজে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মার্কিন নৌ কর্মকর্তা সূত্রে সিএনএন এই অগ্নিকাণ্ডে ২১ জন সামান্য আহত হওয়ার খবর জানিয়েছে।

জল ও স্থলে চলাচলে সক্ষম ইউএসএস বোনহোম রিচার্ড নামের জাহাজটি বিস্ফোরণের সময় রক্ষণাবেক্ষণের কাজে বন্দরে রাখা হয়েছিল।

বিস্ফোরিত হওয়ার পর জাহাজটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা জল কামান ছোড়েন।

ন্যাভাল সারফেস ফোর্সেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট জানায়, ১৭ জন নাবিক ও চারজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে সিএনএন।

এখন পর্যন্ত বিস্ফোরণ ও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ওই সময় জাহাজে ১৬০ জন নাবিক ছিলেন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়