ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে টানা দ্বিতীয় দিন ২৮ হাজারের বেশি সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে টানা দ্বিতীয় দিন ২৮ হাজারের বেশি সংক্রমণ

ভারতে আজ (১৩ জুলাই) টানা দ্বিতীয় দিন ২৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হলো, মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার পেরিয়ে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭০১ জনের করোনা পজিটিভ হয়েছে। ভারতে মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ, মোট ৮ লাখ ৭৮ হাজার ২৫৪ জন। গত ১০ দিনে দুই লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে।

এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনা জয় করেছেন, একদিনে ১৮ হাজার ৮৫০ জন। সুস্থতার হার ৬৩.০১ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু পাঁচশর ঘরেই রয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে এই সময়ে ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মোট ২৩ হাজার ১৭৪ জন।

একদিনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্য। রোববার সেখানে ৭ হাজার ৮২৭ জন আক্রান্ত আর ১৭৩ জন মারা গেছেন। রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে, মোট মৃত্যু ১০ হাজার তিনশ জনের মতো।

গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারতের অবস্থান। মৃতের হিসাবে তারা অষ্টম স্থানে।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়