ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়ালো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়ালো মেক্সিকো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে ২৭৬ জন মারা গেছেন। তাতে মৃতের হিসাবে ইতালিকে টপকে বিশ্বে চার নম্বরে উঠে গেছে লাতিন আমেরিকার দেশটি।

মেক্সিকান স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোতে এই ভাইরাসে মারা গেছেন ৩৫ হাজার ৬ জন। তাতেই ইতালিকে পেছনে ফেলেছে দেশটি। মহামারির শুরুতে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ হাজার ৯৫৪ জন।

মুত্যুতে মেক্সিকোর উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্য। ১ লাখ ৩৫ হাজারের বেশি আমেরিকান মারা গেছেন। দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে প্রাণহানি ৭২ হাজার ছাড়িয়েছে এবং প্রায় ৪৫ হাজার ব্রিটিশের মৃত্যু হয়েছে করোনায়।

রোববার একদিনে আরও ৪ হাজার ৪৮২ জন মেক্সিকানের নতুন করে করোনা ধরা পড়েছে, মোট ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন।

দিনের শুরুতে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর মহামারি নিয়ে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছিলেন তিনি। পরে বলেছেন, ‘এটা তীব্রতা হারাচ্ছে।’ রোববারের হিসাব প্রকাশের আগে এই মন্তব্য করেন ওবরাদোর। এর আগে গত সপ্তাহে রেকর্ড সংক্রমণের পর তিনি দেশের মধ্যে মহামারি নিয়ে অস্থিরতা বাড়ানোর জন্য ‘রক্ষণশীল মিডিয়াকে’।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়