ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ সাগরে বেইজিংয়ের দাবিকে বেআইনি বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দক্ষিণ সাগরে বেইজিংয়ের দাবিকে বেআইনি বললো যুক্তরাষ্ট্র

দক্ষিণ চীন সাগরের অধিকাংশ সম্পদের উপর বেইজিংয়ের দাবিকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ দাবি প্রত্যাখ্যান করেছে।

বেইজিং দাবি করে আসছে, দক্ষিণ চীন সাগরের প্রায় ১৩ লাখ বর্গমাইলের ওপর তাদের স্বার্বভৌমত্ব রয়েছে। গত কয়েক বছর ধরে সাগরের কয়েকটি দ্বীপে সামরিক স্থাপনা নির্মাণ করেছে চীন।

এক দীর্ঘ বিবৃতিতে পম্পেও বলেছেন, ‘দক্ষিণ চীন সাগরকে নিজেদের উপকূলীয় সাম্রাজ্য হিসেবে চীনকে বিবেচনা করতে দেবে না বিশ্ব। আমাদের দক্ষিণ-পূর্ব এশীয় মিত্র ও অংশীদারদের  উপকূলীয় সম্পদের ওপর তাদের স্বার্বভৌম অধিকার, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ন্যায়সঙ্গত অধিকার ও বাধ্যকতা রক্ষায় পাশে থাকবে আমেরিকা।’

তিনি বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ সম্পদের উপর বেইজিংয়ের দাবি এবং সেসব এলাকার নিয়ন্ত্রণ পেতে তারা যে ধরনের তর্জন-গর্জন ও প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই বেআইনি।’

এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উপকূলীয় স্বার্বভৌমত্বের দাবির ব্যাপারে বিতর্ক উস্কে দিচ্ছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে এবং এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।’

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বারবার স্পর্শকাতর যুদ্ধবিমান ও জাহাজসহ বড় বড় নৌবহর দক্ষিণ চীন সাগরে পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র সংকট সৃষ্টিকারী এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী।’

 

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়