ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আলজেরিয়ায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৩০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলজেরিয়ায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত

আলজেরিয়ার মানচিত্র

ডেস্ক রিপোর্ট : আফ্রিকান দেশ আলজেরিয়ায় শনিবার ইউক্রেনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন।

আলজেরি প্রেস সার্ভিসের বরাত দিয়ে শনিবার সিএনএন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আলজেরিয়ার তামারাসেট বিমানবন্দর থেকে উড্ডয়নের তিন মিনিটের মাথায় ইউক্রেন এয়ার অ্যালায়েন্সের ওই বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ক্রুসহ সাত আরোহীর মৃত্যু হয়।

তামারাসেট বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বিমানটি বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছে কাউকে জীবিত অবস্থায় পাননি। আলজেরিয়ার পরিবহণমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

রাশিয়া-নির্মিত অ্যানটোনোভ এএন-১২ বিমানটি অয়েল ইকুইপমেন্টস বহন করছিল। বিমানটি স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তামারাসেট হয়ে গায়েনার উদ্দেশে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তার কোনো কারণ গণমাধ্যমকে জানানো হয়নি বলে উল্লেখ করেছে সিএনএন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়