ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হন্ডুরাসের বিউটি কুইন হত্যায় বোনের প্রেমিকসহ আটক ২

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২০ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হন্ডুরাসের বিউটি কুইন হত্যায় বোনের প্রেমিকসহ আটক ২

বিউটি কুইন মারিয়া জোসে আলভারাদো

ডেস্ক রিপোর্ট : হন্ডুরাসের বিউটি কুইন খুন হয়েছেন। পশ্চিম হন্ডুরাসের সান্তা বারবারার পর্বত এলাকা থেকে মাটি খুঁড়ে ১৯ বছর বয়স্ক বিউটি কুইন মারিয়া জোসে আলভারাদো ও তার বড় বোন সোফিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পুলিশের তদন্ত বিভাগ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিউটি কুইনের বোন সোফিয়ার প্রেমিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসা চলছে। 

কয়েকদিন আগে তিনি লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে ফিরে ছিলেন। মেধাবী ছাত্রী আলভারাদোর আগামী ১৪ ডিসেম্বর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পূর্বে অংশ নেওয়ার কথা ছিল। তিনি এ পুরস্কার জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিলেন বলে জানা যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর্তরো কোরালেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘বিউটি কুইনের বোনের ছেলে বন্ধু প্লুতারকো রুয়েজ এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। পিস্তল ও বহনকারী পিকআপসহ রুয়েজ ও অন্য আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে নিলে সবকিছু খোলসা হবে। পুলিশ এ খুনের ব্যাপারে জেরা করছে।’

অপরাধ তদন্ত বিভাগের প্রধান লিয়ান্দ্রো অসোরিও তাদের মৃতের সংবাদ আগেই নিশ্চিত করেন। বলেন, ‘বিউটি কুইন ও তার বোন গত বৃহস্পতিবারে অপহৃত হন। ওই দিনই নম্বরবিহীন একটি গাড়ীতে করে বারবারায় একটি অনুষ্ঠান ত্যাগ করেন তারা। মাদক চেরাচালানের জন্য ওই স্থানটি বেশ ভয়ঙ্কর।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থল থেকে তাদের হত্যায় ব্যবহৃত অস্ত্র ও যান উদ্ধার করা হয়েছে। এ যান ব্যবহার করেই হত্যার স্থল থেকে তাদের মৃতদেহ পর্বত সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়।’       

হন্ডুরাস বিশ্বের খুনোখুনি দেশের মধ্যে অন্যতম। দেশটিতে প্রতি লাখে ৯৯ জন লোক খুন হন।       

তথ্যসূত্র : বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৪/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়