ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার
নরেন্দ্র মোদি। ছবি: আনন্দবাজার
ভারতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পড়ুন: কৃষি আইন প্রত্যাহার করায় মমতার অভিনন্দন
মোদি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’
আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফেরার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’
উল্লেখ্য, প্রায় এক বছর ধরে তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। রাস্তা অবরোধ, রেললাইন অবরোধ-সহ নানা আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো।
তথ্যসূত্র: আনন্দবাজার
/এসবি/