ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

কৃষি আইন প্রত্যাহার করায় মমতার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৯ নভেম্বর ২০২১  
কৃষি আইন প্রত্যাহার করায় মমতার অভিনন্দন

মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে কৃষকদের এক বছরের আন্দোলনের পর প্রত্যাহার করা হয়েছে ২০২০ সালে পাশ হওয়া বিতর্কিত তিন কৃষি আইন।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা দেন। 

আরো পড়ুন:

এ ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সকালে করা টুইটে মমতা লিখেছেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গেছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা।’

পড়ুন: ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়