ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:০১, ৮ অক্টোবর ২০২৩
আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে একের পর এক ভূমিকম্পে রোববার (৮ অক্টােবর) প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সরকারের একজন মুখপাত্র এ কথা জানান।

বার্তা সংস্থা এএফপির বরাত বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়. বিলাল কারিমি নামের ওই মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত ভূমিকম্পে প্রাণহানি হয়েছে অনেক। এ সংখ্যা এক হাজারেরও বেশি।

শনিবার হেরাত প্রদেশে ৬.৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। পর পর অনেকগুলো শক্তিশালী কম্পনও অনুভূত হয়।

আরো পড়ুন:

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

 /এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়