ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৪ নভেম্বর ২০২৩  
গাজায় ইসরায়েলের হামলা বন্ধের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা বন্ধ কিংবা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে নয় যুক্তরাষ্ট্র। শনিবার জর্ডানে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সেদিকেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বৈঠকে মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।

এর জবাবে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের হামাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তবে ‘বেসামরিক হতাহতের ঘটনা রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে।’

আরো পড়ুন:

ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এটি হামাসকে আরও সুযোগ নেওয়া থেকে বিরত রাখবে এবং এটি ‘সঠিক ও নৈতিক কাজ।’

ব্লিঙ্কেন জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতিতে গেলে হামাস নিজেকে সংগঠিত করবে এবং পুনরায় ইসরায়েলে হামলার সুযোগ নেবে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়