ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল ভুটানের নির্বাচনে বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩৪, ১০ জানুয়ারি ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল ভুটানের নির্বাচনে বিজয়ী

ভুটানের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। গতকাল মঙ্গলবার হিমালয়ের দেশটিতে ভোট গ্রহণ হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নির্বাচনে প্রায় দুই-তৃতীয় আসন পেয়েছে পিডিপি। এতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো ৫৮ বছর বয়সী পরিবেশবাদী নেতা তোবগের। জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে।

ভুটানের নির্বাচনে দুই পর্যায়ে ভোট নেওয়া হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়। গত ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। এই ভোটে বাদ পড়ে যায় ক্ষমতাসীন দল ড্রুক নিয়ামরুপ থগপা (ডিএনটি)। বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ডিএনটি মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়।

দেশটির সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্য পদত্যাগ করার দুই বছর পর, ২০০৮ সালে প্রথম ভোট দিয়ে গণতন্ত্রের সূচনা করে ভুটান। 

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০০৮ সালে প্রথম সাংবিধানিক নির্বাচনের পর প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন তোবগে। এরপর ২০১৩-২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তোবগে। 

ভুটানের আট লাখ মানুষের মধ্যে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়