ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালানোর দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪
হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালানোর দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বৈরুতে হিজবুল্লাহর ‘কেন্দ্রীয় সদর দপ্তরে’ হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে,  সদর দপ্তরটি শহরের দক্ষিণে দাহিহ শহরতলিতে ‘আবাসিক ভবনের নীচে’ অবস্থিত।

এ ব্যাপারে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন:

এর কিছুক্ষণ আগেই ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ‘লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।’

বিবিসিতে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, হামলার পর বৈরুতের ওই ভবনটি মাটির সাথে মিশে গেছে।

বিবিসির স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন,  স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে বৈরুতজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছিল এবং সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার সময় শহরে শোনা অন্যান্য বিস্ফোরণের মতো এগুলো ছিল না। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহতে এই হামলা চালানো হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়