ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

হিজবুল্লাহ প্রধান নিহত: লেবানন-ইরাকে ৩ দিন, ইরানে ৫ দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪
হিজবুল্লাহ প্রধান নিহত: লেবানন-ইরাকে ৩ দিন, ইরানে ৫ দিনের শোক ঘোষণা

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক হামলায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির সব সরকারি বিভাগ, সরকারি প্রতিষ্ঠান এবং পৌরসভাগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, নাসরাল্লাহর জানাজার দিন সরকারি অফিসগুলোও বন্ধ থাকবে। হিজবুল্লাহ অবশ্য এখনো জানাজার তারিখ ঘোষণা করেনি।

হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ইরাকেও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতি বলেছে, ‘ইরাকে তিনদিনের জাতীয় শোক নাসরাল্লাহর এবং তার সঙ্গীদের ‘শহিদ’ হওয়ার সম্মানে।’

লেবাননের শিয়া ইসলামপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরান। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধানকে ‘শহিদ’ উল্লেখ করে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নাসরাল্লাহকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন খামেনি। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়