ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

স্পেন উপকূলে অভিবাসীদের নৌকাডুবি, নিখোঁজ ৪৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
স্পেন উপকূলে অভিবাসীদের নৌকাডুবি, নিখোঁজ ৪৮

স্পেনের এল হিয়েরো দ্বীপের কাছে অভিবাসীদের নৌকা ডুবে ৪৮ জন নিখোঁজ হয়েছে। শনিবার নৌকাটি ডুবে গেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উদ্ধারকারীরা জানিয়েছেন, নয় জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে।

স্প্যানিশ কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার স্প্যানিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল অভিবাসীদের বহনকারী নৌকাটি। এতে ৮৪ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ২৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। রোববার নতুন করে অনুসন্ধানের জন্য তিনটি টহল নৌকা এবং তিনটি হেলিকপ্টার অংশ নিয়েছে। বাতাস এবং দুর্বল দৃশ্যমানতা উদ্ধার করা অত্যন্ত কঠিন করে তুলেছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে থাকা ব্যক্তিরা মালি, মৌরিতানিয়া এবং সেনেগালের বাসিন্দা।

কোস্টগার্ড জানিয়েছে, জরুরী পরিষেবাগুলো শনিবার মধ্যরাতের পরপরই একটি নৌকা থেকে একটি কল পেয়েছিল। নৌকাটির অবস্থান এল হিয়েরো থেকে প্রায় চার মাইল (ছয় কিলোমিটার) পূর্বে ছিল। উদ্ধারের সময় এটি ডুবে যায় বলে জানান তারা।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়