ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাস ইসা ও হোদেইদাহকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত এক বছর ধরে, হুতিরা ইরানের নির্দেশে ও অর্থায়নে এবং ইরাকি মিলিশিয়াদের সহযোগিতায় ইসরায়েল রাষ্ট্রে আক্রমণ, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং নৌ চলাচলের বৈশ্বিক স্বাধীনতাকে ব্যাহত করার জন্য কাজ করছে।’

ইসরায়েল এর আগে জুলাই মাসে হোদেইদাহ বন্দরে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় একজন বন্দর কর্মকর্তা নিহত এবং অন্তত দুই কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছিল। এর প্রতিক্রিয়ায় হুতিরা ড্রোন হামলা চালিয়ে ড্রোন হামলা চালায় ইসরায়েলে। ওই হামলায় তেল আবিবে একজন বেসামরিক নাগরিক নিহত হয়।

রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো ‘হোদেইদাহ ও রাস ইসা বন্দর’ এবং পাশাপাশি দুটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হয়েছিল।

চলতি সপ্তাহে হুতিরা জানিয়েছিল, তারা ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়