বোকো হারামের ৩০০ সদস্যকে হত্যা!
রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম
নাইজেরিয়ার সেনাবাহিনীর তৎপরতা
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা বোকো হারামের তিন শতাধিক সদস্যকে হত্যা করেছে।
নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, একই সঙ্গে বোকো হারামের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং যুদ্ধাস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ওই মুখপাত্র আরো জানিয়েছেন, বোর্নো প্রদেশে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনী গত দুই দিন অভিযান পরিচালনার সময় তাদের দুই সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
তবে নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
এর আগে বোকো হারামের সদস্য হত্যা নিয়ে ভুল ও অতিরঞ্জিত তথ্য দিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী।
২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় নাইজেরিয়ার কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এই সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্প্রতি নাইজেরিয়া ও তার তিন প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুন যৌথ সেনা অভিযাচন পরিচালনা করছে। যৌথ বাহিনীর দাবি, তারা বোকো হারামকে কয়েকটি অবস্থান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন।
রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৫/রাসেল পারভেজ
রাইজিংবিডি.কম