ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে হারল হাথুরুসিংহের শ্রীলঙ্কা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে হারল হাথুরুসিংহের শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।  মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে। জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭৮ রানে অলআউট হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। তাতে চন্ড্রিকা হাথুরুসিংহের দলটিকে ১২ রানে হারের তিক্ত স্বাদ দেয় জিম্বাবুয়ে

থিসারা পেরেরা (৬৪), ধনঞ্জয়া (৮), ডি সিলভা (১১), গুনারত্নে (৪), চান্দিমাল (৩৪), ম্যাথুস (৪২), কুশাল পেরেরা (৮০), কুশাল মেন্ডিস (০), থারাঙ্গা (১১)  ।



হারে শুরু হাথুরু ও শ্রীলঙ্কার: বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগের পর শ্রীলঙ্কা দলের  দায়িত্ব নিয়ে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট চন্ড্রিকা হাথুরুসিংহের। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ৭৩ ও সিকান্দার রাজার অপরাজিত ৮১ রানে ভর করে ২৯০ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে  ৪৮.১ ওভারে ২৭৮ রানে অলআউট হয় লঙ্কানরা।  ফলে নিজ দেশের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর হার দিয়েই নতুন যাত্রা শুরু করতে হল হাথুরুসিংহেকে।

শের-ই-বাংলার সেঞ্চুরি :
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শততম ওয়ানডে ম্যাচ এটি। বিশ্বের মাত্র ষষ্ঠ ভেন্যু হিসেবে একশ ওয়ানডে ম্যাচ আয়োজনের কীর্তি গড়ল মিরপুর। তবে মাইলফলক ছুঁতে সবচেয়ে কম সময় লেগেছে মিরপুরেরই (১১ বছর)। ২০০৬ সালে মিরপুরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়েই খেলছে এই মাঠের শততম ওয়ানডে ম্যাচ! 

জিম্বাবুয়ের স্মৃতিতে সেই সিরিজ জয় :
স্মৃতিটা এখনো টাটকা। ছয় মাস আগে শ্রীলঙ্কার মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। যেটি ছিল ২০০৯ সালের পর বিদেশের মাটিতে জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সেই স্মৃতি নিশ্চয়ই জিম্বাবুয়ের খেলোয়াড়দের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে! ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে যদিও বাংলাদেশের বিপক্ষে ১৭০ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছে তারা। আর শ্রীলঙ্কার এটিই প্রথম ম্যাচ।

হাথুরুর শ্রীলঙ্কা-অধ্যায় শুরু :
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার প্রধান কোচ। মজার বিষয়, সেই বাংলাদেশের মাটিতেই হাথুরুর শ্রীলঙ্কা-অধ্যায় শুরু হলো! নিজ দেশের কোচ হয়ে শুরুর পরীক্ষায় হাথুরু কেমন করেন, সেটাই এখন দেখার।

ম্যাথুসের নতুন শুরু :
২০১৭ সালের জুলাইয়ে তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মাত্র ছয় মাসের মধ্যেই তিনি আবার নেতৃত্বে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজের আগেই তিনি শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। পুনরায় অধিনায়ক হওয়ার পর এটাই তার প্রথম ম্যাচ। বলা যায় নতুন শুরু!

শ্রীলঙ্কা দল :
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জিম্বাবুয়ে দল : 
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর, ব্রেন্ডন টেলর, ম্যালকম ওয়ালার, ব্লেসিং মুজারাবানি।





রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়