ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টি-টোয়েন্টিতে ভালো উইকেট চায় লঙ্কানরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে ভালো উইকেট চায় লঙ্কানরা

উপুল থারাঙ্গা

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলায় ভালো উইকেটের প্রত্যাশায় রয়েছে শ্রীলঙ্কা দল।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুর দিকে মিরপুরের উইকেট ভালো থাকলেও শেষ দিকে হয়ে গিয়েছিল মন্থর। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারলেও শেষ পর্যন্ত অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাই।

এরপর চট্টগ্রামে প্রথম টেস্টের উইকেট ছিল পুরোপুরি ব্যাটিংবান্ধব। ম্যাড়ম্যাড়ে ম্যাচ ড্র হওয়ায় উইকেট নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে। মিরপুরে স্পিনবান্ধব উইকেটে দ্বিতীয় টেস্টে সফরকারীরা স্বাগতিকদের হারায় আড়াই দিনেই।

বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টির উইকেট কেমন হবে? শ্রীলঙ্কা যদিও উইকেট নিয়ে চিন্তিত নয়। তবে তাদের চাওয়া ভালো উইকেট।

বুধবার মিরপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমরা এটা (উইকেট) নিয়ে নিশ্চিত হতে পারছি না। আশা করছি, খুব ভালো উইকেট হবে।’

‘ওয়ানডে টুর্নামেন্টে আমরা ভিন্ন উইকেট পেয়েছিলাম। প্রথম দুই ম্যাচে উইকেট খুব ভালো ছিল, এরপর পরবর্তী অংশে উইকেট খুব মন্থর হয়ে গিয়েছিল। টেস্ট ম্যাচে আমরা আবার বোলিং উইকেট দেখেছি। আমরা আগামীকাল অনেক ভালো উইকেট প্রত্যাশা করছি’-যোগ করেন থারাঙ্গা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়