ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোজিনার মৃত্যু : বাসচালকের বিরুদ্ধে চার্জশিট

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোজিনার মৃত্যু : বাসচালকের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বাস চাপায় রোজিনা আক্তার নামে এক গৃহকর্মীর পা বিচ্ছিন্নের পর মৃত্যুর মামলায় বিআরটিসি বাসচালক শফিকুল ইসলাম মুন্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই (নিরস্ত্র) শেখ মিজানুর রহমান গত ২৫ মে ঢাকা সিএমএম আদালতে চার্জশিটটি দাখিল করেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহার আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হয়। আদালত চার্জশিটটি গ্রহণ করে মামলাটি বদলির আদেশ দেন।

মামলায় ৯ জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে মামলার একমাত্র আসামি শফিকুল ইসলাম মুন্না জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। রোজিনার পা হারানোর ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন।

গত ২৯ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা মারা যান।




রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়