ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডেমরায় দম্পতি খুন

এখনও শনাক্ত হয়নি খুনিরা 

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনও শনাক্ত হয়নি খুনিরা 

নিজস্ব প্রতিবেদক : ডেমরায় বৃদ্ধ দম্পতি আব্দুস সাত্তার (৭০) ও সাহারা বেগম (৬০) হত্যাকান্ডের ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার দিন খুনিরা ভাড়াটিয়া সেজে বাসায় প্রবেশ করে তাদের হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। গত ২৬ আগস্ট পূর্ব বক্সনগরের এ ঘটনা ঘটে।

সোমবার এ বিষয়ে কথা হয় ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনা তদন্তে পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দারাও কাজ করছে। তবে এ পর্যন্ত এতটুকু নিশ্চিত হওয়া গেছে খুনিরা ভাড়াটিয়া সেজে ওই বাসায় এসেছিল। তারা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিল। এদের বেশিরভাগই নারী। কিন্তু তারা এখনও শনাক্ত হয়নি।’

এটি ডাকাতির ঘটনা ছিল কি না- এ প্রশ্নে তিনি বলেন, তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার পারিপার্শ্বিকতায় আরও কিছু বিষয় নিয়ে কাজ কাজ চলছে। সে ক্ষেত্রে খুনিরা যে কোন সময় গ্রেপ্তার হতে পারে বলে পুলিশের এ কর্মকর্তা আশা করছেন। 

নিহত দম্পত্তির একমাত্র ছেলে আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের যে ক্ষতি হওয়ার তাতো হয়েই গেছে। তবে খুনিরা যেন ধরা পড়ে কিংবা বিচার হয় সে আশায় মামলাও করি। কিন্তু কি হলো, এতদিনেও পুলিশ কোন হত্যাকারিকে গ্রেপ্তার করতে পারেনি। কবে হবে তাও জানি না। ঘটনার পর পুলিশ যোগাযোগ করলেও এখন আর করে না। জানি না বাবা-মা হত্যার বিচার দেখে যেতে পারবো কিনা।’

ঘটনার প্রতক্ষদর্শী ও প্রতিবেশী মরিয়ম বেগম জানান, ‘ঘটনার দিন বিকেলে ৪/৫ জন নারী বাসায় প্রবেশ করেন। তারা ঘর ভাড়া নেওয়ার কথা বলে। বিকেল সাড়ে ৫ টার দিকে দম্পতির কোন সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে মৃতদেহ দেখতে পায়। নিহতরা খুবই শান্ত প্রকৃতির ছিলেন। কারো সঙ্গে কোন সময় ঝগড়া-বিবাদও করতেন না।’

আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘ওই দম্পতিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। কি ধরণের বিষ ছিল তার নমুনা পাঠানো হয়েছে। তবে  সোমবার পর্যন্ত রিপোর্ট না আসায় তা বলা যাচ্ছে না।’



রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৮/মাকসুদ/এনএ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়