ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রায় ঘোষণার পর সতর্ক অবস্থানে পুলিশ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায় ঘোষণার পর সতর্ক অবস্থানে পুলিশ

ছবি : আহমদ নূর

নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণা হয়েছে। রায়ের পর ঢাকায় কোনো ধরনের  বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল সাড়ে ১১টার পর পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার এক নম্বর অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ের পর রাজধানীর শাহবাগ, মতিঝিল, পল্টন, হাইকোর্ট, মৎসভবন, প্রেসক্লাব, বকশীবাজার, নাজিমুদ্দীন রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণরে লক্ষে সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রায়কে ঘিরে যেন কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে সাদা পোশাকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া র‌্যাব সদস্যদেরও রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। পল্টনে বিএনপির কিন্দ্রীয় কার্যালয়ে সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

এদিকে রায়ের পর এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 


দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহন অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এর আগে সকালে নাজিম উদ্দিন রোডের অস্থায়ী আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাসত করা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কিংবা আইনের ব্যত্যয় ঘটালে চলমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : * কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা’

            * 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়