ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গেন্ডারিয়ায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেন্ডারিয়ায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুরান ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ সময় মাদক ব্যবসায়ী মো. জাকারিয়া হক সুমন ওরফে সমুকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। আহত তিন পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাতে ধুপখোলা মাঠে গোলাগুলির ঘটনা ঘটে। মাঠে মাদক কারবারিরা মাদক বেচাকেনার উদ্দেশ্যে একত্রিত হয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে মাদক কারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড শটগান কার্তুজ ফায়ার করে পুলিশ। অন্য মাদক কারবারিরা পালাতে পারলেও গুলিবিদ্ধ অবস্থায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারিদের ককটেলের আঘাতে গেন্ডারিয়া থানার এসআই মো. রুহুল আমীন, এএসআই মো. মিজানুর রহমান ও এএসআই আব্দুল্লাহ আল মামুন আহত হন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়