ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আপন ভাইকে অপহরণ করে মারুফ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপন ভাইকে অপহরণ করে মারুফ

জ্যেষ্ঠ প্রতিবেদক: টাকার জন্য আপন ভাইকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত ভাইটিকে।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গত ১৭ এপ্রিল অপহৃত হওয়া সপ্তম শ্রেণিতে পড়–য়া মো. ফাহাদ জামিলকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় মো. মারুফ জামিল, মো. জিসান ওরফে মহসিন ও মো. সোহান শেখকে গ্রেপ্তার করা হয়। 

অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারী মো. মারুফ জামিল। নিজেকে আড়ালে রাখতে সহযোগিতা নেয় মহসিন ও মো. সোহান শেখের। অপহরণ করা হয় নিজের ছোট ভাই ফাহাদ জামিলকে। এ ঘটনায় মারুফ জামিল তার মা-বাবার কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য নিজে বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে র‌্যাব-১১ এর একটি চৌকষ দল অপহৃত ছেলেটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। মারুফ জামিল ভয়ভীতি দেখিয়ে ফাহাদকে জোর করে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের বাবার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়