ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রুদ্ধশ্বাস অভিযান শেষে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুদ্ধশ্বাস অভিযান শেষে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় ১৪ ঘণ্টা ধরে চলা অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব।

আস্তানা থেকে দুটি মরদেহ উদ্ধারসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি অবিস্ফোরিত আইইডি উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত আড়াইটা থেকে শুরু হওয়া এ অভিযান প্রায় ১৪ ঘণ্টা পর সমাপ্ত ঘোষণা করা হলো।  জঙ্গি আস্তানা থেকে দুটি মরদেহ বের করা হয়েছে। আস্তানা থেকে দুটি বিদেশি পিস্তল, বেশ কিছু তাজা গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।  এ ছাড়া, আস্তানা থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি আইইডি উদ্ধার করা হয়েছে।  যেগুলো পরে আমাদের বোমা বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করে। ’

আস্তানায় দুইজন ছাড়া আর কেউ ছিল কি না, জানতে চাইলে লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘আমরা ধারণা করছি না, এখানে আরো কেউ ছিল।  কারণ, অভিযানের শুরুতেই আমরা পুরো এলাকা কর্ডন করে ফেলি। ’

দুই জঙ্গির সঙ্গে অন্য কারো সঙ্গে বা কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের সঙ্গে কারো যোগাযোগ ছিল কি না সেটা জানার আগে আমাদেরকে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে।  সিআইডির ফরেনসিক টিম মরদেহের ভিসেরা ও নমুনা সংগ্রহ করেছে।  পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।  এর পর জানা যাবে তাদের সঙ্গে কারো বা কোনো গোষ্ঠীর যোগাযোগ ছিল কি না। ’




রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়