ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিসিদের সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসিদের সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ইজারা এলাকার বাইরে গিয়ে যাতে কেউ বালুমহাল থেকে বালু উত্তোলন করতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলেছেন হাইকোর্ট।

রাজশাহীর তালাইমারীর কাজলা এলাকার একটি বালু মহাল নিয়ে মামলার শুনানিতে সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

আদালত বলেন, ইজারা এলাকার বাইরে গিয়ে যাতে কেউ বালুমহাল থেকে বালু উত্তোলন করতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে। এছাড়া অবৈধভাবে পরিচালিত বালু মহাল বন্ধে প্রয়োজনে বেশি করে মোবাইল কোট পরিচালনা করা দরকার। এ সময় রিটকারী পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

আদালত আরো বলেন, বালু মহাল ইজারা দেওয়া সংক্রান্ত একটি আইন রয়েছে। ওই আইনে বালু মহাল থেকে বালু উত্তোলনে কিছু নিয়ম কানুন রয়েছে। ফলে বালু উত্তোলন করতে গিয়ে যাতে সরকারি স্থাপনা বা জনবসতি হুমকির মুখে না পড়ে সেদিকে ডিসিদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে তাদের নজরদাড়ি বাড়াতে হবে।

জানা গেছে, রাজশাহীর তালাইমারীর কাজলা এলাকায় পদ্মা নদী থেকে এক ব্যক্তি ইজারা ছাড়াই বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালু মহাল ইজারা নেওয়া আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন বলে জানান সৈয়দ মামুন মাহবুব। আগামী ২৩ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়