ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেনাপোল স্থলবন্দরে পণ‌্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোল স্থলবন্দরে পণ‌্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজস্ব ফাঁকির অভিযোগে বেনাপোল স্থলবন্দরে দুই কোটি ২০ লাখ ১৫ হাজার টাকার ৩টি পণ্যচালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার বেনাপোলে এক অভিযানে পণ‌্যের চালাল জব্দ করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় আমদানিকারক রিমু এন্টারপ্রাইজের মাধ‌্যমে আমদানিকৃত আমদানি চালানগুলোর খালাস সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধির সহায়তায় কাস্টমস গোয়েন্দা পরীক্ষা করে। কায়িক পরীক্ষায় আমদানিকারকদের ঘোষণা অনুযায়ী Parts and Accessories Four Wheeler, Three Wheeler and Others, Assorted goods, Syn. Fabrics colour print ইত‌্যাদি ৫৫ হাজার ২০৫ কেজি পণ‌্য থাকলেও কায়িক পরীক্ষায় ৫৬ হাজার ৪১৪ কেজি পাওয়া যায়। অর্থাৎ ঘোষণাতিরিক্ত ১ হাজার ২০৯ কেজি পণ্য বেশি পাওয়া যায়। চালান ৩টির মোট শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ২৫ লাখ ২ হাজার ১৪৯ টাকা এবং মোট শুল্ক করের পরিমাণ ৯৫ লাখ ১৩ হাজার ৪২ টাকা। এইচএস কোড পরিবর্তন করে ৪১ লাখ ৭৪ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়