ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এনামুল বাছিরের পদ খালি রাখার আদেশ প্রত্যাহার

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনামুল বাছিরের পদ খালি রাখার আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত দুদক পরিচালক এনামুল বাছিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ খালি রাখার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে মহাপরিচালক পদে নিয়োগ বা পদোন্নতি দিতে প্রতিষ্ঠানটির আর বাধা থাকল না।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ২৯ জানুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এনামুল বাছিরের জন্য দুদকের মহাপরিচালক পদ খালি রাখার আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে রুল জারি করে ছিলেন আদালত।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়