ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তেল চুরি, গ্রেপ্তার ২

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তেল চুরি, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো থেকে প্রতিনিয়ত তেল চুরি করছে সংঘবদ্ধ প্রতারকচক্র। এরকম চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন রাইজিংবিডিকে বলেন, ‘গোপনে সংবাদে শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে ১৪টি ড্রাম ভর্তি ৩ হাজার লিটার চোরাই জেট ফুয়েল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. নাছির এবং মো. হাবিবুর রহমানকে।’

র‌্যাব জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ এবং মজুত করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার নামমাত্র মূল্যে তেল ভর্তি লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। গ্রেপ্তারকৃত ২ জন চক্রের সক্রিয় সদস্য।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়