ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার ঘুষের মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজান

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ঘুষের মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজান

নিজস্ব প্রতিবেদক : ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৬ জুলাই ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

এদিন ডিআইজি মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, ডিআইজি মিজানের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করছিল দুদক। অনুসন্ধানের দায়িত্বে ছিলেন এ মামলার অপর আসামি দুদক পরিচালক (সাময়িক বরখাস্ত) এনামুল বাছির। ডিআইজি মিজান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার আশায় ৪০ লাখ টাকা ঘুষ দেন এনামুল বাছিরকে। পরস্পর যোগসাজসে অপরাধ করায় তাদের বিরুদ্ধে গত ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যলয়-১ এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এমতাবস্থায় ডিআইজি মিজানকে ঘুষ দেয়ার মামলায় শ্যোন অরেস্ট দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুরের প্রার্থণা করেন।

এর আগে গত ১০ জুলাই মামলাটিতে ডিআইজি মিজানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে ১৫ জুলাই তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে দুদক।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/মামুন খান/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়