ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ কিশোর রিমান্ডে, ১১ জন কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ কিশোর রিমান্ডে, ১১ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং ফার্স্ট হিটার বসের (এফএইচবি) ১৪ সদস্যের মধ্যে তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিনজন হলেন- বিশু চন্দ্র শীল, নাঈম মিয়া ও আল আমিন হোসেন। কারাগারে যাওয়া ১১ জন হলেন- ইয়াসিন আরাফাত, আসিফ মাহমুদ, ফরহাদ হোসেন, বিজয়, শাওন হোসেন সিফাত, ইমামুল হাসান মুন্না, তানভীর হাওলাদার, আকাশ মিয়া, মেরাজুল ইসলাম জনি, হযরত আলী ও রাজিব।

পুলিশ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় তিনজনের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। ১১ জনকে মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

গত ২০ জুলাই মধ্যরাতে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন রাজউক অফিসের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব-১।


রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়