ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গণপিটুনির প্রতিবাদে রাস্তায় পোশাক শ্রমিকরা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপিটুনির প্রতিবাদে রাস্তায় পোশাক শ্রমিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক : চোর সন্দেহে পোশাক শ্রমিক দেলোয়ার হোসেনকে গণপিটুনি দিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে তারা রামপুরা-মালিবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার মনোয়ারুল রাইজিংবিডিকে জানান, দুপুর ২টা থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রামপুরার আবুল হোটেল থেকে  হাজিপাড়া সড়কে অবস্থান নিয়েছেন। চেষ্টা করছি তাদের সরিয়ে দিতে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে ইজি গার্মেন্টসে দেলোয়ার নামে যাকে চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়, সে চোর না। সে ইস্ট ফ্যাশন গার্মেন্টের কাটিং সহকারী ছিল।

পোশাক শ্রমিকরা বলেন, যারা দেলোয়ারকে হত্যা করেছে, তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে থাকব। আমাদের ভাই হত্যার বিচার চাই।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। রাস্তা অবরোধ করে রাখায় এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মানুষ পড়েছে চরম দুর্ভোগে।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়