ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চার জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : ‘আল্লাহর দল’ নামক জঙ্গি সংগঠনের চার সদস্য ৩ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর কাছে আসামিরা জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরা হলেন শফিউল মোযনাবীন তুরিন, মনিরুজ্জামান মনির, এসএম হাফিজুর রহমান সাগর ও সিরাজুল ইসলাম শাহরুল মৃধা।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার র‌্যাব-১ সুজয় সরকার আসামিদের আদালতে হাজির করে স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন।

এর আগে গত ২৮ আগস্ট এ চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৭ আগস্ট রাত আনুমানিক ৩ টায় অভিযান চালিয়ে আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার নামের জঙ্গি সংগঠনটির ওই ৪ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি পেন ড্রাইভ, ১২ টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট ও দাওয়াাত পত্র এবং আয় ব্যয়ের হিসাব সম্বলিত একটি তালিকা জব্দ করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়