ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতারণার দায়ে থাই নাগরিক কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতারণার দায়ে থাই নাগরিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় থাইল্যান্ডের এক নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

থাই নাগরিক কিয়াটকাট সমইয়োথক আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। বুধবার সিএমএম কোর্টের বিচারক রাজেশ চৌধুরীর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত ৫ সেপ্টেম্বর কিয়াটকাটের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

সিয়াম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কিয়াটকাটের বিরুদ্ধে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। অমিত গ্রুপ থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৭ সালে একটি ক্লাবের লাইসেন্স অমিত গ্রুপের কাছে হস্তান্তরের জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তির সময় কিয়াটকাট ১ কোটি টাকা নেন। কিন্তু সেই শেয়ার তিনি ২০১১ সালেই অন্য জনের কাছে বিক্রি করে দিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়