ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জালিয়াতি : দুজনকে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জালিয়াতি : দুজনকে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্ট

প্রায় ১৮ বছর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক  মামলায় জালিয়াতি করে জামিন নেয়ার ঘটনায় আসামি ও তদবিরকারীকে পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি এস এম কুদ্দস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া, বিচারপতির নাম পরিবর্তন করে জালিয়াতির ঘটনা তদন্তে ব্যবস্থা নিতে রেজিস্ট্রার অফিসকে নির্দেশ দেয়া হয়েছে। 

এরপর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার অফিস দুজনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। ওই দুই ব্যক্তি হলেন- ঝালকাঠির কাঠালিয়া থানার মরিচবুনিয়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে মজিবর রহমান ও তার জামিনের তদবিরকারী সোহাগ।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন হেনা নাজমুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ ও শাহীন আহমেদ খান।


ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়