ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবরার হত্যা : বিচার দাবিতে আইনজীবী সমিতির এক সুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার হত্যা : বিচার দাবিতে আইনজীবী সমিতির এক সুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত  ও প্রভাবমুক্ত বিচার দাবি করেছে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী ও বিএনপিপন্থী উভয় অংশ।

বুধবার কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে  পৃথক পৃথক  সংবাদ সম্মেলনে  বাংলাদেশের আইনজীবীদের সর্ব্বোচ সংগঠন এ দাবি জানায়।

প্রথমে বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত সমিতির সাধারণ সম্পাদক  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের আইনের আওতায়  আনতে হবে।’

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার মাঝে মাঝে জঙ্গি ধরে এবং ক্রসফায়ারের নাটকও করে, এদের জঙ্গি কর্মকাণ্ড অনেক সময় প্রকাশ পায় না । কিন্তু আবরার হত্যাকারীরা হলো প্রকৃত জঙ্গি। এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার কার্যকর করতে হবে।’

খোকন আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে নিজের চিন্তা, বিবেক ও স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এমন ঘটনা অত্যন্ত অমানবিক, মর্মান্তিক, পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনা, যা নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চুপচাপ থাকতে পারে না।’

এর পরপরই একইস্থানে সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল থেকে নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এ এম আমিন উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘হত্যাকারীদের দল নেই। এ হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি। সেক্ষেত্রে এ মামলার প্রভাবমুক্ত বিচার চাইছি এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’


ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়