ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুটপাত মনিটরিংয়ে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটপাত মনিটরিংয়ে ডিএনসিসি

ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পর সেখানে যেন আবারো কেউ দখল করতে না পারে সেজন্য ফলোআপ মনিটরিং করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার সন্ধ্যায় উত্তরায় বিভিন্ন এলাকায় মনিটরিংয়ে কয়েজনকে জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন জানান, এটা ফলোআপ মনিটরিং। আজ উত্তরায় উচ্ছেদকৃত এলাকাসমূহ পরিদর্শন করেছি। উত্তরা ৯ নম্বর সেক্টরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় তিনজন ব্যক্তিকে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত ২২ ডিএনসিসি উত্তরা, মহাখালী, ফার্মগেট, মিরপুর, গুলশান, ভাষানটেকসহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জুলকার নয়ন।


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়