ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবরার নিয়ে রিট শুনতে যে কারণে বিব্রত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার নিয়ে রিট শুনতে যে কারণে বিব্রত হাইকোর্ট

আইনজীবী বিচারপতির খাসকামরায় মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে যাওয়ায় বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিব্রত বোধ করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘একজন আইনজীবী এ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের একজন বিচারপতির দপ্তরে দেখা করতে গিয়েছিলেন। এ কারণে আমরা এ মামলা শুনবো না। আমরা বিব্রত বোধ করছি।’

এ সময় আদালত মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিচারপতির সাথে আইনজীবীদের দেখা করার প্র্যাকটিস বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ কে এম ফায়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি সাইফুদ্দিন খালেদ।

এর আগে গত রোববার এ রিট দায়ের করা হয়।

রিটে আবরারের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাওয়া হয়েছে। এছাড়া আবরাবের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

আইনজীবী শাহিন বাবুর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ফায়েজ এ রিট আবেদন দায়ের করেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ছাত্রলীগের ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।


ঢাকা/মেহেদী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়