ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সাইবার অপরাধ দমনে পুলিশকে কৌশলি হতে হবে ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাইবার অপরাধ দমনে পুলিশকে কৌশলি হতে হবে ’

চলমান সাইবার অপরাধকে দমন করতে পুলিশ সদস্যদের আরো বেশি আধুনিক ও কৌশলি হতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ‘বিশেষ তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দুদক ও পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ‌্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের সক্ষতার অভাব রয়েছে, ইনভেস্টিগেশনে দুবর্লতা রয়েছে। প্রতিষ্ঠান চলমান রাখতে হলে অন্যদের সাথে তাল মিলিয়ে মিথস্ক্রিয়া করে কাজ করে থাকে। কীভাবে ইনভেস্টিগেশন করতে হয় দুদক কর্মকর্তাদের আরো জানতে ও শিখতে হবে।’

তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে দেশের প্রতি ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। দুদকের অভ্যন্তরে যে দুর্নীতি আছে আমরা তা দূর করার এবং স্বচ্ছতা আনার চেষ্টা করছি। প্রতিষ্ঠান বা সরকার সব করতে পারবে না, তবে চেস্টা করতে হবে। এজন্য পারস্পারিক সহযোগিতা প্রয়োজন।’

কর্মস্থলে কাজে লাগবে এমন শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি থাকবেই তবে তা দমনে কাজ করতে হবে। দুদক এখনো পুরোপুরি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি, সেই বিশ্বাস অর্জনে কাজ করতে হবে। সকলের একযোগে চেষ্টা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব না। আসুন দুর্নীতি ও সন্ত্রাস দূরীকরণে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করি, কাজ করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘প্রযুক্তি নিয়মিত পরিবর্তন হয় তাই আপডেট থাকতে হবে। লোভে না পড়লে মহৎ কিছু করা সম্ভব। আর লোভে পড়লে শুধু অর্থ পাওয়া সম্ভব। সবাই ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। দুদক আর পুলিশ একসাথে দেশের জন্য কাজ করবে এটাই প্রত্যাশা।’

 

ঢাকা/এম এ রহমান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়