ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাসপোর্টের দাবি নিয়ে হাইকোর্টে ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্টের দাবি নিয়ে হাইকোর্টে ভিপি নুর

পাসপোর্ট চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ভিপি) নুরুল হক নুর।

রিটের শুনানির জন্য আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহ দিন রেখেছেন আদালত। রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে রিট আবেদনের ওপর আজ রোববার শুনানি না হওয়ায় এবং পাসপোর্ট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভিপি নুর।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের কাছে ভিপি নুর তার প্রতিক্রিয়া জানান। এ সময় সেখানে তার আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদও তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

অ্যাডভোকেট মহসীন রশিদ বলেন, ‘পাসপোর্টটি জরুরী বিষয়। জরুরী ভিত্তিতে শুনানির জন্যই আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আদালত তা করলেন না। এতে আমার আশঙ্কা, সরকার হয়তো ভিপি নুরকে পাসপোর্ট  দিতে চাচ্ছে না। ’

তিনি আরো বলেন, ‘জানুয়ারিতে যদি আবার সরকার সময় চায়, আদালত যদি সময় দেয়, তাহলে হয়তো ভিপি নুরের মেয়াদ শেষ হয়ে যাবে।’

ভিপি নুর বলেন, ‘আমি ডাকসু ভিপি হয়েও এ পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা চার বার হামলার শিকার হয়েছি। এ কারণে আমি শারীরিকভাবে আহত। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশে যাবার পরামর্শ দিয়েছেন। সে কারণে আমি পাসপোর্টের জন্য গত ২৩ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করি। পাসপোর্ট অধিদপ্তর গত ২ মে পাসপোর্ট দেয়ার দিন নির্ধারণ করে দেয়। কিন্তু রহস্যজনক কারণে আমাকে পাসপোর্ট দেয়নি। কিন্তু নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে পয়লা আগষ্ট আদালতে রিট আবেদন করি। পাসপোর্ট পেতে আমি আদালতের শরণাপন্ন হই।’

তিনি আরো বলেন, ‘পাসপোর্ট পাওয়া একজন মানুষের মৌলিক অধিকারেরই অংশ। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমার অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিদেশ যেতে হতে পারে। যেমন পাসপোর্ট না থাকার কারণে নেপালে একটি অনুষ্ঠানে যেতে পারিনি। অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একটি অনুষ্ঠানেও যেতে পারছি না।’


ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়