ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভিকারুননিসার নির্বাচন: তিনজনের প্রার্থীতা বাতিল নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুননিসার  নির্বাচন: তিনজনের প্রার্থীতা বাতিল নিয়ে রুল

রাজধানীর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচনে ডাক্তার ফারহানা খানম, মুজিবুর রহমান হাওলাদার ও মুস্তারী সুলতানার প্রার্থীতা বাতিল কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ অক্টোবর  ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচনের আপিল কর্তৃপক্ষ উপরোক্ত তিনজনের প্রার্থীতা বাতিল করেন। পরে তারা  প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আদালত তিনজনের প্রার্থীতা বাতিল কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারি করেছেন।

আগামী ২৫ অক্টোবর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন হওয়ার কথা রয়েছে।


ঢাকা/মেহেদী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়