ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবরারের রুমমেট মিজান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরারের রুমমেট মিজান রিমান্ডে

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় তার রুমমেট মিজানুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মিজান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বুধবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান এ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মিজানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আবরার হত‌্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য গত ১০ অক্টোবর তার রুমমেট মিজানকে আটক করা হয়। তবে মিজান অসুস্থ থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে কারাগারে ছিলেন মিজান।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়ে হত‌্যা করে।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। আবরার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

 

ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়