ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপি নেতা দুদুর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নেতা দুদুর আগাম জামিন

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মাদারীপুরের আদালতে দায়ের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ‌্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।

শামসুজ্জামান দুদুকে জামিন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।

গত ২৯ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে এ মামলা করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ‌্যাডভোকেট বাবুল আক্তার।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে শামসুজ্জামান দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনা বিদায় হবে। শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি প্রদান করেছেন।

একই অভিযোগে বিভিন্ন জেলায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়