ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভুয়া স্থপতিকে পুলিশে দিল রাজউক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুয়া স্থপতিকে পুলিশে দিল রাজউক

স্থপতির নাম, স্বাক্ষর ও সনদ জালিয়াতি করে ভবনের নকশা অনুমোদনের আবেদন করায় এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার ওই ব্যক্তিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান।

আটক হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

আতিকুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি নিজেকে স্থপতি মইদুল ইসলাম হিসেবে পরিচয় দিয়েছিলেন।  রাজউকে কোনো নকশা অনুমোদনের জন্য আবেদন করা হলে আবেদনকারী ও স্থপতিকে এসএমএস করে জানিয়ে দেয়া হয়। গত মাসের শুরুতে একটি নকশা জমা পড়ার এসএমএস পান স্থপতি মইদুল ইসলাম।  এসএমএস পাওয়ার পর তিনি রাজউকে অভিযোগ করেন যে তিনি ওই নকশা তিনি করেননি। এরপর তদন্তে নেমে রাজউক প্রমাণ পায় যে, বর্তমানে আটক ব্যক্তি স্থপতি মইদুল ইসলামের নাম, স্বাক্ষর ও মোবাইল নাম্বার জালিয়াতি করে নকশার জন্য আবেদন করেছিলেন। এরপর অভিযুক্ত ব্যক্তিকে রাজউকের জোন-২ এর ডেনে এনে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আতিকুর রহমান।


ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়