ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবরার হত্যা : ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার হত্যা : ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ।

বুধবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেবেন।

পুলিশ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবরার হত‌্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্রে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আজই আদালতে তা জমা দেয়া হবে।

গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে মোট আটজন তাদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।

 

ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়