ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক গ্রেপ্তার

মিলনায়তন ভাড়ার ২ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রাজশাহী কার্যালয়ের সাবেক প্রশিক্ষক মো. শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহরের ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আল-আমিন ও সহকারী পরিচালক নাজমুল হুসাইনের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে এ বিষয়ে একটি মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।

দুদক জানায়, মো. শহীদুল ইসলাম ১৯৯২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতি বছর চুক্তি নবায়নের ভিত্তিতে সাধারণ নৃত্য প্রশিক্ষক (চুক্তিভিত্তিক) হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে নিযুক্ত ছিলেন। উক্ত পদের পাশাপাশি অফিস সহকারী হিসেবে ১৯৯৭ হতে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দুই পদে দায়িত্বপালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭০টি প্রতিষ্ঠানের কাছ থেকে মিথ্যা হিসাব লিপিবদ্ধ করার মাধ্যমে মিলনায়তন ভাড়া বাবদ ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা আত্মসাত করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭এ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

 

ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়