ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তোবারক হত্যা : তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তোবারক হত্যা : তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন হত্যা মামলায় তিন আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। দুই আসামি মো. গোলাম রাব্বী ও মো. ইমন হোসেন ওরফে হাসান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন এবং অপর তিন আসামি সোহেল প্রধান, বাবুল প্রধান এবং আলামিন খন্দকার ওরফে রিহানের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আজ বেলা ৩টায় ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে তিন আসামির রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। অপর দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর নিজ ফ্ল্যাটে খুন হন তোবারক হোসেন (৭০)। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই মোবারক হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।


ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়