ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভাটারায় শিশুকে গণধর্ষণ : প্রধান আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাটারায় শিশুকে গণধর্ষণ : প্রধান আসামি রিমান্ডে

রাজধানীর ভাটারায় ১২ বছরের এক শিশুকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মো. রাসেল ওরফে বাবুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদ আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. শামসুজ্জোহা রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেলকে কুমিল্লার হোমনা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

গত ৯ জানুয়ারি ভাটারায় এক শিশু গণধর্ষণের শিকার হয়। তাকে ঢাকা মেডিজেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় মো. রাসেল ও অজ্ঞাত চারজনকে আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়