ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শিশু ধর্ষণের মামলায় আসামির দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু ধর্ষণের মামলায় আসামির দোষ স্বীকার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি রতন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার মহিতুল আলম আসামিদের আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে র‌্যাব-১০ রতনকে গ্রেপ্তার করে।

শনিবার মামলাটিতে হাসান, সিফাত ও সবুজ এ তিন জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রনি নামে অপর এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ঘটনায় যুক্ত থাকার দায়ে ওই কিশোরীর বান্ধবী স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে।

৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।


ঢাকা/মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়