ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

থানা হেফাজতে মৃত‌্যুর অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থানা হেফাজতে মৃত‌্যুর অভিযোগ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে।

রোববার ভোরে বাবুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ।

আবু বক্কর সিদ্দিক বাবুর স্ত্রী আলিয়া ফেরদৌসি অভিযোগ করেন, শনিবার গভীর রাতে বাবু এফডিসিতে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। এ সময় তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

তিনি বলেন, তেজগাঁও থানা এলাকার বিএনপির নেত্রী রোকসানা আক্তারের সঙ্গে আমার স্বামীর পরকিয়া সম্পর্ক ছিল। রোকসানা আমার স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ধার নিয়েছিল। টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভীতি দেখানো হতো। পরে রোকসানা পুলিশের সঙ্গে লিয়াজোঁ করে আমার স্বামীকে ধরে নিয়ে যায়।

রাইজিংবিডির ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, বাবুর গলায় কালো জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়